News Britant

অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী ও খেলার সামগ্রী দিল মার্তৃসংঘ জনকল্যাণ আশ্রম

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: দক্ষিণ ওদলাবাড়ির একটি অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী ও ক্যারাম বোর্ড সহ খেলার সামগ্রী দিল মার্তৃসংঘ ও জনকল্যাণ আশ্রমের মালবাজার শাখা। রবিবার ছিল মার্তৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা সংঘগুরু সুদীন কুমার মিত্রের ১০৫ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে মাল মার্তৃসংঘের পক্ষ থেকে গৌরী ঘোষ ও সংঘ কর্মীরা দক্ষিণ ওদলাবাড়ির সেবা কলোনির রিভাইভাল মিশন আগাপে হোম নামের একটি অনাথ আশ্রমে যান।
সেখানে আশ্রমের আবাসিক ও আশ্রম পরিচালক মনিশ সিকদারের সঙ্গে দেখা করেন। তাদের হাতে চাল, আটা, ডিম আনাজপাতি সহ ক্যারাম বোর্ড তুলে দেন। উপহারে ক্যারাম বোর্ড পেয়ে আবাসিকরা খুব খুশি।আশ্রম পরিচালক মনিশ বাবু বলেন,  বেশ কিছু দিন ধরে এই আশ্রম চালাচ্ছি। বিভিন্ন মানুষ সাহায্য করেন। এর ওনারা এসেছিলেন।
আজ কিছু খাদ্য সামগ্রী ও ক্যারাম বোর্ড দিলেন। আশ্রমের আবাসিকদের এই বোর্ড ইনডোর গেম খেলার সহায়ক হবে। মাতৃসংঘের গৌরী ঘোষ বলেন, আগে একবার এসেছিলাম। পরিবেশ ভালো লেগেছিল। খেলার জন্য আজ ক্যারাম বোর্ড সহ কিছু সামগ্রী দিয়ে গেলাম। ভবিষ্যতে আবার দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment