News Britant

নিখোঁজ প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারে খুনের অভিযোগ এলাকাবাসীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ এ মাসের ৭ তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যান এলাকার জনপ্রিয় প্রৌঢ় ললিত বর্মন। তারপর রবিবার সকালে ৪ দিন ধরে নিখোঁজ থাকা ওই ব্যক্তির ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৫০০মিটার দূরে  বাঁশ বাগানে। এমন অনভিপ্রেত ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার মহিষবাথান এলাকায়।
স্থানীয়দের অনুমান ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে মেরে ফেলেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহাদেব বর্মন জানান, উনি সম্পর্কে আমার দাদু হবেন। গল্প করতে ভীষণ ভালো বাসতেন উনি। খুব জ্ঞানী মানুষ ছিলেন উনি। ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন উনি। কিভাবে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।
অন্যদিকে, শরীরে একাধিক ক্ষতের দাগ থাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর ধারনা ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তিনি বলেন, ৭তারিখ থেকে উনি নিখোঁজ ছিলেন। গতকালই থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। আর আজ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। এটা মনে হচ্ছে কেউ খুন করে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।  নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই মৃত্যুর কারণ নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Comment