



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের মোহনবাটি পার্বতী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত স্কুলেরই একটি মাঠ দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ফলে স্থানীয় বাসিন্দারা সেখানে গাড়ি পার্কিং, আবর্জনা ফেলা ছাড়াও পাড়ার নানাবিধ উৎসব অনুষ্ঠানে ব্যবহার করতেন। এরকম পরিস্থিতিতে সেই মাঠটিকে সুন্দর পাঁচিল দিয়ে ঘিরে স্থানীয় কিশোর, যুবদের জন্য খেলাধূলার উপযোগী মাঠ তৈরি করে দেওয়ায় ভীষণ খুশি প্রকাশ করেছেন স্থানীয় কিশোররা।


রবিবার সকালে রায়গঞ্জ তুলসীতলায় অবস্থিত মোহনবাটি পার্বতী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল বেশ শক্তপোক্ত সিমেন্টের পিলার তুলে ঘিরে দেওয়া হয়েছে স্কুলের মূল সীমানার বাইরে অবস্থিত খেলার মাঠটিকে। সীমানা প্রাচীরে শোভা পাচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইন থেকে শুরু করে ক্রেতা সুরক্ষা দপ্তরের পরামর্শ, কন্যাশ্রী বাহিনীর কর্মকাণ্ড, বেটি পড়াও, বেটি বাঁচাও এর মত নানাবিধ সামাজিক বার্তা। পাঁচিল ঘেরা জায়গায় ব্যাটবল হাতে ক্রিকেট খেলছিল একদল কিশোর।


তারা বলে, আগে এই মাঠে প্রাচীর না থাকায় অনেকে গাড়ি পার্কিং করত। কেউ কেউ এসে নোংরা আবর্জনা ফেলত। আমরা খেলতে এলে খেলার বল ড্রেনে পড়ে যেত, রাস্তায় চলাচল কারী মানুষের গায়ে লাগত। কিন্তু ঘেরা মাঠ হওয়ায়, এখন সেই সমস্যা গুলো আর নেই। খুব ভালো হয়েছে। এমন উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা তাপ্তি দত্ত ও রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানীকে। মূলত এই দুজনের উদ্যোগেই এভাবে পাঁচিল ঘিরে স্কুলের মাঠ বাঁচানো সম্ভব হল বলে জানালেন ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সৌরভ দাস।








