News Britant

কেন্দ্রীয় সরকারের বাজেট নীতি নিয়ে পথে নামল সিপিআই

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বাজেট নীতির অভিযোগে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ইসলামপুরে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। কমিউনিস্ট পার্টির এই মিছিলটি ইসলামপুরের অপ্সরা মোড়ের পার্টি অফিস থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ৩১ নম্বর বাস টার্মিনাস হয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে আবার সিপিআই পার্টি অফিসে এসে শেষ হয়।
ইসলামপুর  বাস টার্মিনাস, চৌরঙ্গী মোড় সহ শহরের একাধিক জায়গায় সিপিআই কর্মীরা পথসভাও করেন হ। সিপিআই-এর ইসলামপুর লোকাল কমিটির সম্পাদক পবন যাদব বলেন, কেন্দ্রীয় সরকারের সম্প্রতি বাজেট পেশ করা বাজেটে বেকার যুবক, ছাত্র, কৃষক এবং শ্রমিকদের জন্য কিছুই নেই। তাই সিপিআই পার্টির তরফ থেকে প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Comment