



#ইসলামপুর: বড়সড় ডাকাতি ঘটনাকে বানচাল করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি গাড়ি করে প্রায় ৬ থেকে ৭ জন দুষ্কৃতী পাঞ্জিপাড়ার কুঠিবস্তি এলাকায় একটি পেট্রোল পাম্পে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জিপাড়ার কুঠিবস্তি এলাকায় পুলিশ একটি নাম্বার বিহীন টাটা সুমো গাড়িটিকে থামাতে গেলে পুলিশকে দেখে ২ থেকে ৩ জন দুষ্কৃতী পালিয়ে গেলেও চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় একটি নাম্বার বিহীন টাটা সুমো গাড়ি। পুলিশ সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ১০ দিনের পুলিশি হেফাজতের আর্জি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।


ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড তাজা কার্তুজ এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে।








