





#ইসলামপুর: সোমবার গোটা রাজ্যে আদালতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করল। গোটা রাজ্যের পাশাপাশি এই দিন ইসলামপুর মহকুমা আদালতেও কর্মবিরতি পালনের পাশাপাশি অবস্থান-বিক্ষোভে শামিল হয় আদালত কর্মীরা। তাদের দাবি অন্যান্য রাজ্যে আদালত কর্মীদেরকে ডি এ প্রদান করা হলেও এ রাজ্যে আদালত কর্মীরা ডি এ থেকে বঞ্চিত হয়ে রয়েছে।


পাশাপাশি তারা জানান কোন রাজনৈতিক পতাকা তলে এই আন্দোলন সংগঠিত হচ্ছে না। সমস্ত রাজনৈতিক দল এর কর্মচারী সংগঠনগুলো যৌথভাবে কর্মবিরতি পালন করছে। অবিলম্বে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে আমার হুশিয়ারি ও দেয় আদালত কর্মচারীরা।










