News Britant

গর্বের স্মৃতি, সুব্রত কাপে অংশ নেওয়া কৃতি ছাত্র ও শিক্ষকদের সংবর্ধনা করোনেশনের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ১৯৮৪ সালে স্কুল ভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য রাজ্য চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে দিল্লিতে সেমিফাইনালে অংশ রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়। সোমবার সকালে ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন ৪০ বছর আগের মধূর স্মৃতিকে স্মরণ দিয়ে সংবর্ধিত করা হল সেই খেলায় অংশ গ্রহণ করা স্কুলের কৃতি ছাত্র এবং তদানিন্তন স্কুলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের।
জানা গেছে, ১৯৮৪ সালের সেই নাম উজ্জ্বল করা ঘটনার পর কুলিক নদী দিয়ে বয়ে গেছে বহু জল। এদিন আবারও ফিরে এল সেই মুখ উজ্জ্বল করা স্মৃতি। এদিন সেই ঘটনার ৩৯ বছর পরে অর্থাৎ ৪০ তম বর্ষে সন্মান জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের নিজস্ব ক্রীড়াঙ্গনে। তৎকালীন ওই স্কুলের সহপ্রধান শিক্ষক তথা অনুষ্ঠানের সভাপতি অমিত সরকার বলেন, ১৯৬০ সালের পর সমগ্র উত্তরবঙ্গ থেকে প্রথম রাজ্য চ্যাম্পিয়ন দল হয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়।
সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া এবং জাতীয় স্তরে ছাপ ফেলে আসা কৃতি ছাত্রদের জন্য আমরা গর্বিত। তবে মোট ১৫ জনের দলের দুই জনের অকাল প্রয়াণে আমরা গভীর ভাবে  শোকাহত। তবে, আজ যেন আবারও পুরোনো দিন ফিরে পেলাম। পুরোনো স্মৃতি রোমন্থন করে আজ ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতিকণ্ঠ দত্ত বলেন, স্কুলের  বর্তমান সভাপতি গোবিন্দ কল্যাণী যখন এই প্রস্তাবটি দেন, তখন আমরা সেটা লুফে নিই। এবং আজ সকলকে সংবর্ধনা প্রদান করতে পেরে ভীষণ ভালো লাগছে।
তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানের শেষে, করোনা মহামারীর প্রকোপ সরিয়ে দীর্ঘ ২ বছর পরে আবারও স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পড়ুয়ারা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন ওই স্কুলের  সহপ্রধান শিক্ষক অমিত কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিতিকণ্ঠ দত্ত, পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

Leave a Comment