News Britant

ভারত সরকারের উদ্যোগ, কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর বর্ডার পর্যন্ত চওড়া হচ্ছে সড়ক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ ভারত সরকারের রুরাল ইন্সফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের সাড়ে সাত কোটি টাকা ব্যয়ের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর পর্যন্ত এলাকার বাসিন্দাদের। পাশাপাশি সীমান্ত বাণিজ্যেও এক বড়সড় ধনাত্মক প্রভাব পড়বে বলে আশাবাদী বণিক মহলও। জানা গেছে, বেহাল রাস্তার নরকযন্ত্রণা নিয়ে বাস করছিলেন রাধিকাপুর, ডালিমগাঁও, শঙ্করপুর, চক, রামগঞ্জ, বোগদুয়ার, বাগচা এলাকার বাসিন্দারা।
এবার সেই যন্ত্রণার অবসান ঘটতে চলেছে। কালিয়াগঞ্জ শহরের ধনকৈল মোড় এলাকা থেকে রাধিকাপুরের আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা নির্মানের কাজ খুব দ্রুত শুরু হতে চলেছে। সোমবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, ‘নাবার্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রুরাল ইন্সফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের সাড়ে সাত কোটি টাকা ব্যায়ের মাধ্যমে সাড়ে পাঁচ মিটার চওড়া এবং ১৬ কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হতে চলেছে।
এতে রাস্তা নির্মানের পাশাপাশি রাস্তায় নতুন চওড়া কালভার্ট নির্মানের কাজও হবে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত অঞ্চল রাধিকাপুর। সীমান্তের ওপারে বাংলাদেশ ভারত অভিমূখে জিরো গ্রাউন্ড পর্যন্ত টু – লেন সড়ক নির্মানের কাজ শেষ করেছে বেশ কিছু দিন হল। তৈরি হয়েছে নতুন ইমিগ্রেশন সেন্টার নির্মানের কাজও। গতবছর বাংলাদেশের হাই কমিশনার নিজে উপস্থিত থেকে বিষয়টি পর্যবেক্ষণও করে গিয়েছেন।
বিষয়টি নিয়ে রাজনৈতিক তৎপরতাও লক্ষ্য করা গিয়েছিল। এতে আন্তর্জাতিক বাণিজ্য এবং এলাকার উন্নতি হবে বলে আশাবাদী ডালিমগাঁও প্রগতি সংঘের সম্পাদক শ্রীবাস বসাক, শিক্ষক সঞ্জীব দাস, শিক্ষক প্রসেনজিৎ রায়, শিক্ষক মৌনব্রত মন্ডল, ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু, রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত। এদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে এই রাস্তার নির্মাণ হবে।

Leave a Comment