News Britant

কুসংস্কার মুক্ত ভারত গড়তে, জেলা জুড়ে বিজ্ঞান অভিযানে বিজ্ঞান মঞ্চ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রবিবার দিনভর নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে রায়গঞ্জ, ডালখোলা ও চোপড়ায় পালিত হল পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখার বিজ্ঞান অভিযান কর্মসূচি। বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখা সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ডালখোলা গার্লস স্কুলে আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মেলা ও চন্দন মজুমদার স্মৃতি রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৮৮ জন রক্তদান করেন। বিজ্ঞান মেলায় বিজ্ঞান মডেল নিয়ে উপস্থিত ছিলো ছাত্র-ছাত্রীদের ২৭ টি দল। এছাড়াও মরণোত্তর দেহদান ও অঙ্গদানের অঙ্গীকার করেন ২৫ জন। ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুসংস্কার বিরোধী দলের অনুষ্ঠান। এছাড়াও করণদীঘি ব্লক ও ডালখোলা পৌর অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং চার জন মেধাবী ছাত্র ছাত্রীকে এককালীন অর্থ সাহায্য করা হয়।
আজকের বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সহকারী সম্পাদক অরুণাভ মিশ্র।   দেশের স্বাধীনতা সংগ্রামে বিজ্ঞানীদের ভূমিকা এবং স্বাধীন দেশের মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের বিজ্ঞান মেলার প্রয়োজনিয়তা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন ডালখোলার পৌরপ্রধান  স্বদেশ সরকার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক পার্থ‌ প্রতিম ভদ্র, ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পথিক ভট্টাচার্য, সভাপতি গৈরিক গাঙ্গুলি, বিজ্ঞানকর্মী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ। অপরদিকে, বিজ্ঞান যুক্তিবাদ মানবতাবাদকে সামনে রেখে রবিবার চোপড়া ব্লকে সচেতনতামূলক একটি ট্যাবলো বের করা হয়।  চোপড়ায় বিজ্ঞান অভিযানের এদিনের কর্মসূচির আহ্বায়ক দিব্যেন্দু কুণ্ডু বলেন, ‘এদিন ট্যাবলো উদ্বোধন করেন চোপড়ার জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল, সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের রাজ্য কমিটির সদস্য যোগেশ বর্মন।” যোগেশ জানান, রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কুসংস্কার থেকে মানুষকে বের করার লক্ষ্যেই মূলত এই বিজ্ঞান অভিযান। পাশাপাশি, রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শনিবার ও রবিবার বাঙালবাড়ি, সমসপুর, বারদুয়ারি হাট ও মহারাজাহাট এলাকায় ট্যাবেলো সহ কুসংস্কার বিরোধী কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন গৌতম সিনহা, অপূর্ব মণ্ডল, মিঠু মল্লিক, সূর্য নারায়ণ চক্রবর্তী প্রমুখ বিজ্ঞান কর্মী। এবিষয়ে জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র জানান, এমন কর্মসূচিতে আমরা ভালো সাড়া পাচ্ছি। এটা একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, তাই নিয়মিত ভাবে এই কর্মসূচি গুলো পালন করলে সুস্থ ও কুসংস্কার মুক্ত  সমাজ গড়ার স্বপ্ন সফল হবে।

Leave a Comment