



#রায়গঞ্জঃ ভারতীয় জনতা পার্টির সংখ্যা লঘু মোর্চার জেলা সম্পাদক আব্দুর রউফকে ফোনের মাধ্যমে ক্রমাগত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য হুমকি দেওয়া হচ্ছে। দল পরিবর্তন না করলে প্রাণে হত্যা করা হবে, এই অভিযোগে সোমবার দুপুরে রায়গঞ্জ সাইবার ক্রাইম পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন আব্দুর রউফ। এদিন বিজেপির জেলা কার্যালয়ে বসে আব্দুর রউফ বলেন, আমি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সম্পাদক।
আমার বাড়ি ৮ নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে। বেশ কিছু দিন ধরে আমাকে ক্রমাগত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য হুমকি দেওয়া ফোন করা হচ্ছে। যে নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তার নম্বর সহ রায়গঞ্জ সাইবার ক্রাইম পুলিশ থানায় এদিন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিকভাবে তদন্ত না হলে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব। এদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা এই বিষয়ে বলতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের সেবা করে চলেছে, তাতে ওরা ভয় পেয়েছে। তাই এভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।
