News Britant

অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন অ্যাপস নিয়ে প্রশিক্ষণ শিবির মালবাজার পৌরসভার সভাকক্ষে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ শিশু ও মায়েদের পরিচর্চার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ ভুমিকা রয়েছে। কাজের পদ্ধতিতে আধুনিকতা ও ডিজিটালাইজেশন সরকারি ভাবে নতুন একটি অ্যাপস চালু হয়েছে। যার মাধ্যমে উপস্থিতি, খাদ্যের পরিসংখ্যান ইত্যাদি বিষয় পরিচালনা করা হবে।সোমবার মাল পৌরসভা সভাকক্ষে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিডিপিও সায়ক দাস ও অন্যান্য আধিকারিক।
সায়ক দাস বলেন, পোসন নামের একটি অ্যাপস লাঞ্চ হয়েছে। এই অ্যাপসের সাহায্যে উপস্থিতি সহ অন্যান্য বিষয় মেনটেইন করা হবে। এবিষয়ে দিদিদের কিছু নির্দেশিকা দিতে এই শিবির করা হচ্ছে।
এদিন এই শিবিরে অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment