




#ইসলামপুর: স্কুল আছে কিন্তু পড়ুয়া নেই। অবাক হবেন না। এটাই বাস্তব। ঘটনাস্থল ইসলামপুর ব্লকের চোপড়াঝাড়ের সুভাষনগর জুনিয়ার হাইস্কুলে। গত ছত্রিশ বছর ধরে সরকারি স্বীকৃতির দাবী চলছে স্কুলের লড়াই। কিন্তু আজও মেটেনি এই সমস্যা। এখনও মেলেনি সরকারি অনুমোদন। দিনকে দিন স্কুলের পরিকাঠামোও বেহাল হয়ে পরছে। ভেঙে পরছে ভবন। নেই কোনো মি ডে মিল ব্যবস্থা।


প্রসঙ্গতঃ আজ থেকে ৩৬ বছর আগে শুরুতে এই স্কুলটি যথেষ্টই প্রান চঞ্চল ছিল। এলাকার শিক্ষানুরাগী কিছু মানুষ উদ্যোগ নিয়ে ২ বিঘা জমির উপরে এই স্কুলের ভবনটি তৈরী হয়েছিল। প্রচুর পড়ুয়াও আসতে শুরু করেছিল এই স্কুলে। ছিল পর্যাপ্ত শ্রেনীকক্ষ, খেলার মাঠ। মূল রাস্তার পাশেই রয়েছে স্কুলটি। কিন্তু তারপরেও কোনো এক অজ্ঞাত কারনে ধীরে ধীরে স্কুলটি তার জৌলুসতা হারায়।


রাজ্য সরকার ও পৌরসভার কাছে একাধিক বার দরবার করেও মেলেনি সুরাহা। এই অবস্থায় এখন পড়ুয়াহীন অবস্থায় কোনো রকমে চলছে স্কুলটি। মাস্টারমশাইরা এসে বসেই থাকেন। অবিলম্বে এর কোনো বিহিত করার অনুরোধ জানান প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।








