




#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত দোমহনা গ্রাম পঞ্চায়েতের খাত্রিয়া গ্ৰামে ২২তম ঠাকুর পঞ্চানন মেলা অনুষ্ঠিত হলো। স্থানীয় খাত্রিয়া গ্ৰামে ২২ তম ঠাকুর পঞ্চানন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবংশী কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জনা রায়।


করণদিঘী বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, ডালখোলা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ গোস্বামী, রসাখোয়ার বিশিষ্ট সমাজকর্মী শেখ সামসুল হক, শাহাবুদ্দিন, রমেশ সিনহা এবং দীনেশ সিংহ সহ আরো অনেকে।









