




#ইসলামপুর: হঠাৎ আগুনে ভস্মিভূত প্রায় পাঁচ ছটি বাড়ি। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপাখর ১ নং ব্লকের অন্তর্গত খাগড় গ্রাম পঞ্চায়েতের বড় পাটনা গ্রামে। তবে কি করে এই আগুন লাগল এখনো পর্যন্ত জানা যায়নি।


এই আগুনের জেরে প্রায় পাঁচ ছয়টি বাড়ি ভস্মিভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এবং আগুনে ভষ্মীভুত বাড়ির গৃহকর্তার খুব অবস্থা শোচনীয় বলে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন প্রাক্তন প্রধান তথা স্থানীয় বাসিন্দারা। এছাড়াও একদিকে যেমন আগুনে ভস্মিভূতপাঁচ ছয়টি বাড়ির প্রায় লক্ষাধিক টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।


অন্যদিকে রাজ্যের মন্ত্রীর প্রশংসা করছেন গ্রামের মানুষেরা। কারণ সঠিক সময়ে দমকল বাহিনীর গাড়ি আশাতে নিয়ন্ত্রণে এনেছেন আগুনকে। কারণ মন্ত্রীর প্রচেষ্টায় সেখানে তৈরি হয়েছে দমকল কেন্দ্র। তাই রাজ্যের মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন গ্রামের মানুষরা।








