News Britant

পৌর নির্বাচনের দাবিতে রায়গঞ্জ পৌরসভা অভিযানের ডাক সিপিএমের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বিগত রায়গঞ্জ পৌরসভার নির্বাচনে ব্যাপক কারচুপি হয়, এই অভিযোগে বিগত পৌরসভা নির্বাচনের সময়সীমা শেষ হওয়ার আগেই রণে ভঙ্গ দেন সিপিএম নেতৃত্ব। সেই পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে বিগত বছরের মাঝামাঝি। এরকম পরিস্থিতিতে, রায়গঞ্জ পৌরসভার নির্বাচন সহ একাধিক দাবিতে রায়গঞ্জ পৌরসভা অভিযানের ডাক দিল রায়গঞ্জ সিপিএম নেতৃত্ব।
জানা গেছে, আগামী ১৬ই ফেব্রুয়ারী দুপুরে এই কর্মসূচি পালন করা হবে। বিক্ষোভ প্রতিবাদ জানানোর পর পৌর আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। প্রয়োজন হলে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এরপর জেলা নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হবে। রায়গঞ্জ সিপিএম নেতৃত্বের দাবি, পৌর পরিষেবার স্বার্থে অতি দ্রুত রায়গঞ্জ পৌরসভার নির্বাচন করতে হবে।
আবাস যোজনায় দূর্নীতি সরিয়ে অবিলম্বে গরীব মানুষের হাতে ঘর দিতে হবে। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে হবে। শহরের বেহাল নিকাশী ব্যবস্থা সংস্কার করতে হবে। শহরের যানজট নিরসনে বিকল্প রাস্তা সহ আন্ডারপাস নির্মান করতে হবে, এই সকল দাবিতেই এই অভিযান কর্মসূচি পালন করা হবে।

Leave a Comment