



#মালবাজার: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শশুড়বাড়ির সমস্ত লোকদের কঠোর শাস্তির দাবীতে মঙ্গলবার মাল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মেয়ে বাড়ির লোকজন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড কমলা রানী শা(৩১) নামের এক সদ্য গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। গৃহবধুর বাপের বাড়ি আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকায়।
ঘটনার পর গৃহবধূর বাপেরবড়ির লোকজন মাল থানায় এসে গত শনিবার মৃতার স্বামী বিজয় প্রসাদ ও আরও ৬ জন সহ মোট ৭ জনের নামে এজাহার দায়ের করে। পুলিশ বিজয় প্রসাদকে গ্রেপ্তার করে আদালতে তুলে রিমান্ডে এনে তদন্ত শুরু করেছে। এই রকম সময়ে মঙ্গলবার আচমকাই গৃহবধূর বাপেরবড়ি লোকজন মাল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারা প্রথম অভিযুক্ত বিজয় প্রসাদের ফাঁসির সাজা দাবি করতে থাকেন।
কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশ কর্মীরাই তাদের বুঝিয়ে শান্ত করেন। পরে মৃতার পরিবারের পক্ষে চম্পা দত্ত বলেন, আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছি।যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। আমাদের মেয়েকে যেভাবে মেরেছে সেই ঘটনা যেন অন্য কোন পরিবারে না হয়।
