News Britant

পোস্ট অফিসে ডেপুটেশন প্রদান বিজেপির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মাল ব্লকের গজলডোবা পোষ্ট অফিসে ডেপুটেশন দিলো মাল উত্তর মন্ডলের বিজেপি নেতৃত্ব।  মঙ্গলবার দুপুরে গজলডোবার এক নাম্বার কলোনিতে গিয়ে পোষ্ট মাষ্টার কে ডেপুটেশন দেয় বিজেপি নেতা কর্মিরা। বিজেপির মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী বলেন, আমরা বিভিন্ন সুত্রে থেকে খবর পেয়েছি, গজলডোবার এক নাম্বার পোষ্ট অফিসটি বন্ধ হয়ে যাচ্ছে।
এই অফিস বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের চরম সমস্যা হবে। যাতে এই পোষ্ট অফিস বন্ধ না হয়, সেই জন্য এই ডেপুটেশন। পাশাপাশি বিজেপি নেতৃত্বের আরো দাবি, এই পোষ্ট অফিসটি যাতে গজলডোবা ১০ নাম্বার এলাকায় স্থানান্তরিত করা যায়, সেটার উল্লেখ আছে ডেপুটেশনে। যাতে সাধারন মানুষ পোষ্ট অফিস থেকে সব রকম সুযোগ সুবিধা পায়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি মাল উত্তর মন্ডলের সভাপতি প্রদীপ তির্কী, মাল উত্তর মন্ডলের সম্পাদক গোসাই দাস সহ অন্যান্যরা।

Leave a Comment