News Britant

সাত দিনের মধ্যেই দাবি পূরণ হলো ইসলামপুরের সাহিত্য ও সংস্কৃতিমনা ভাবাপন্ন মানুষের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সাত দিনের মধ্যেই দাবি পূরণ হলো ইসলামপুরের সাহিত্য ও সংস্কৃতিমনা ভাবাপন্ন মানুষের। সামনেই আছে একুশে ফেব্রুয়ারি। এই দিনটিকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। মাতৃভাষা রক্ষার দাবিতে এই দিনেই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

যাকে ঘিরে এখন থেকেই ইসলামপুরের শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে এতদিন ইসলামপুরে কোন স্থায়ী ভাষা শহীদ স্মারক স্তম্ভ ছিলনা। যার কারণে একুশে ফেব্রুয়ারি  কিংবা ১৯ শে মে অনুষ্ঠান করার কিংবা শ্রদ্ধা জানানোর নির্দিষ্ট কোন জায়গা ছিল না । বিষয়টি লক্ষ্য করে চলতি মাসের তিন তারিখে সার্ক কালচারাল সোসাইটির ইসলামপুর শাখার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান এবং কার্যনির্বাহী আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়েছিল।

যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সার্ক কালচারাল সোসাইটির ইসলামপুর শাখার সভাপতি নিশিকান্ত সিনহা। এই ডেপুটেশন দেয়ার পরই ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। অবশেষে চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল এবং কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলামের উদ্যোগে ইসলামপুর টাউন লাইব্রেরী প্রাঙ্গণে একটি ভাষা শহীদ স্মারক স্তম্ভের কাজ শুরু হয়। যাকে ঘিরে যথেষ্টই খুশি ইসলামপুর শহরের সাহিত্য ও সংস্কৃতিমনা ভাবাপন্ন মানুষজন। আগামী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিনে এই স্মারক স্তম্ভের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment