



#ইসলামপুর: গোয়ালপোখর থানার অন্তর্গত খাগড় গ্রাম পঞ্চায়েতের বড় পাটনাতে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এরপরই দেখা গিয়েছিল গোয়ালপোখার ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসূল মনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুধবার চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ্ ভিক্টর গোয়ালপোখরের কংগ্রেস নেতাকর্মীদের সাথে নিয়ে বড় পাটনার আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর গুলি পরিদর্শন করলেন এবং তার সাথে সাথে কিছু বস্ত্র সামগ্রী তাদের মধ্যে বিতরণ করলেন।
