




#ইসলামপুর: ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে মেরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার হাটোয়ার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ মুসলিম পাক বাবা নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ওই এলাকায় বসবাস করতেন। এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি।


মঙ্গলবার গভীর রাতে স্থানীয় যুবক আরিফ তার বাড়িতে ঢুকে তাকে শাবল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় মোহাম্মদ মুসলিম পাক বাবা। এরপর অন্য এক ব্যক্তিকে আক্রমণ করলে তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিহারের কিষাণগঞ্জ এ চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই ব্যক্তির।


ঠিক কি কারনে ওই ব্যক্তিকে খুন করা হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ঘটনায় অভিযুক্ত আরিফ ওরফে গেইণাকে গ্রেফতার করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।








