News Britant

রাজ্য বাজেটে চাবাগানের জন্য কর ছাড় দেওয়ায় স্বাগত জানালো ডুয়ার্সের চা মহল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: বুধবার রাজ্য সরকার তাদের চলতি আর্থিক বছরের বাজেট পেশ করেছে। সেই বাজেট উত্তর বঙ্গের চা বলয়ের জন্য খুশির খবর বয়ে আনলো। পেশ হওয়া বাজেট অনুযায়ী দেখা গেছে চাবাগান গুলির ক্ষেত্রে এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ও গ্রিন চা’য়ের ক্ষেত্রে সেস ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়ের খবর চাবাগান গুলিতে পৌঁছাতেই চাবাগানের পরিচালক থেকে চাবাগানের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে একটা খুশির আভাস দেখা গেছে। অনেকেই স্বাগত জানিয়েছেন এই বাজেটকে।
উত্তরবঙ্গের বিশিষ্ট চা গবেষক ও ইন্ডিয়ান টি প্লান্টারস অ্যাসোসিয়েশনের ডুয়ার্স ব্রাঞ্চের সচিব রাম অবতার শর্মা ট্যাক্স ছাড় দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, কর ছাড় দিলে একদিকে যেমন শিল্পের মালিকেরা যেমন প্রত্যক্ষ লাভবান হয় তেমন শিল্পের সঙ্গে জরিত শ্রমিকরা পরক্ষ লাভবান হয়। এগ্রিকালচার ইনকাম ট্যাক্স কিছু মুকুব হলে মালিকেরা স্বস্তি পাবে এবং কিছুটা লাভবান হবেন। সেই লাভের অংশ শ্রমিক কল্যাণে ব্যয় হবে। এটা শ্রমিকদের লাভ। তাছাড়া গ্রিন চা’য়ের সেস ছাড় দেওয়ায় হাজার হাজার ক্ষুদ্র চা চাষি উপকৃত হবে।
রাজ্য সরকার আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল নয়।তার মধ্যেও রাজ্য সরকার এই ট্যাক্স ছাড় দিয়েছে তার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। ডুয়ার্সের মেটেলি ব্লকের সোনগাছি চাবাগানের ম্যানেজার রাধেশ্যাম খান্ডেলওয়াল একজন প্রবীণ চাবাগান পরিচালক। তিনি বলেন, যে কোন ছাড় একটা খুশির খবর।। এমনিতেই চা বাগান গুলির অবস্থা খুব বেশি ভালো নয়। এর মধ্যে কিছু ছাড় পাওয়া গেলে চাবাগান গুলোর কিছু  সাশ্রয় হবে। তাছাড়া গ্রিন চা’য়ের ছাড়ে ক্ষুদ্র চাষিরা লাভবান হবে। একজন চাবাগান ম্যানেজার হিসাবে আমি এই বাজেটকে স্বাগত জানাচ্ছি।
নাগরাকাটা ব্লকের আর এক প্রবীণ জানান, রাজ্য সরকারের এটা ভালো সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এইরকম ভাবে ডুয়ার্সের বহু চাবাগানের ম্যানেজার রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছেন। শুধু চাবাগানের ম্যানেজার বা মালিক পক্ষেই নয় বাজেট স্বাগত জানিয়েছেন শ্রমিক সংগঠন গুলি। তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন তৃনমুল কংগ্রেস চা মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পুলিন গোলদার বলেন, বর্তমানে চাবাগান গুলি বলছেন যে চা’য়ের দর পাচ্ছেন না।
এই রকম পরিবেশে ট্যাক্স ছাড় দেওয়ায় মালিকরা লাভবান হবেন। মালিকরা লাভবান হলে শ্রমিকদের প্রাপ্য গ্রাচুয়িটি, পিএফ রেগুলার হবে। অন্যান্য পাওনা গুলো পাওয়া সুবিধা হবে শ্রমিকদের। এটাই শ্রমিকদের পরক্ষ লাভ। এজন্য আমরা এই বাজেটকে স্বাগত জানাচ্ছি। এইরকম ভাবে রাজ্য বাজেটকে উত্তর বঙ্গের চা মহল স্বাগত জানিয়েছেন।

Leave a Comment