



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ফেব্রুয়ারী মাসের শেষ হলেই মার্চে ভারত সরকারের রেল বাজেট। সেই রেল বাজেটে এবার রায়গঞ্জবাসীর আশা বেশ কয়েকটি নতুন ট্রেনের। একদিকে যেমন দক্ষিণ ভারত মুখী ট্রেনের দাবি উঠেছে রায়গঞ্জ বাসীর মধ্যে, তেমনি করোনা আবহে বন্ধ হয়ে যাওয়া দিল্লি মুখী ট্রেনটিকে পুনরায় চালু করা, এছাড়াও উত্তরবঙ্গের শেষ প্রান্তে অবস্থিত আলিপুরদুয়ার মুখী একটি নতুন ট্রেন পাওয়া যাবে বলে আশাবাদী শহরের সাধারণ মানুষ থেকে বনিক মহল।


এদিন উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র বলেন, আমরা জেলার বাসীর স্বার্থে বেশ কয়েকটি নতুন ট্রেনের প্রস্তাব ও খসড়া সময় সারনীর প্রস্তাব দিয়েছি। এর মধ্যে সকালের দিকে রাধিকাপুর থেকে আলিপুরদুয়ার বা কামাক্ষ্যামুখী নতুন ট্রেনের প্রস্তাব রয়েছে। করোনা আবহে বন্ধ হয়ে যাওয়া দিল্লি মুখী ট্রেন চালু করার জন্য সাংসদ দেবশ্রী চৌধুরীর মাধ্যমে রেলমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও জেলাবাসীর স্বার্থে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু মুখী একটি নতুন ট্রেন দাবি করে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।


রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, আমরা বণিক সভা এর আগেও দিল্লি ও আলিপুরদুয়ার মুখী ট্রেনের জন্য বারংবার লিখিত দাবি জানিয়েছি। আশা করছি, ওই ট্রেন গুলো চালু হলে জেলার বৃহত্তর অংশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। রেলের উন্নয়নে ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের হয়ে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া পেশ করেছেন শিল্পী তথা বাস্তুকার অঞ্জন রায়।


তিনি বলেন, আমাদের জেলা থেকে বহু মানুষ দক্ষিণ ভারতে চিকিৎসার সুবিধা গ্রহণ করতে যান, পাশাপাশি দিল্লিতে সরকারি ও বেসরকারি কাজে সাধারণ মানুষের যাতায়াত করতেই হয়। তাই দিল্লি মুখী ট্রেনটি পুনরায় চালু করা ভীষণ প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক যদি এগুলো চালু করে, তাহলে জেলাবাসীর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এবিষয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে জিজ্ঞেস করা হলে, জেলাবাসীর দাবিদাওয়া সম্বলিত প্রস্তাব যে রেলমন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেটা জানিয়ে তিনি বলেন, সামনের মার্চে দেশের রেল বাজেট। জেলাবাসীর দাবি গুলো রেলমন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই বিষয়ে এখনই কিছু বলছি না।





