




#মালবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে চাবাগানের মধ্যে ঢুকে গেলো একটি চার চাকার বোলেরো গাড়ি। বৃহস্পতিবার দুপুরে ডামডিমের কাছে ৩১ নাম্বার জাতীয় সড়কে পাশে রানিচেরা চাবাগানের মধ্যে ঢুকে যায় গাড়িটি। আর এতেই গুরুতর আহত হয় গাড়ির চালক। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মালবাজারের দিক থেকে ওদলাবাড়ি আসার সময় এই দুর্ঘটনা ঘটে।


তবে গাড়িতে শুধুমাত্র চালকই ছিলো৷ সেই জন্য আহত একজনই হয়েছে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যায়। গাড়িটি ওদলাবাড়ি এলাকার পাথরঝোড়া চাবাগানের এক ব্যাক্তির বলে জানা গেছে। এদিন যাত্রী নিয়ে কোন অনুষ্ঠানে নাগ্রাকাটার দিকে গিয়েছিলো গাড়িটি। যাত্রী রেখে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। আহত গাড়ির চালককে মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালবাজার পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷










