News Britant

চালসা সংলগ্ন শালবাড়ি এলাকায় চিতাবাঘের আতংক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মেটেলি ব্লকের শালবাড়ির খরিয়ার বন্দর এলাকায় চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে। গত কয়েকদিনে এলাকার  ২ টি গরু সহ ছাগল  কে মেরে ফেলে চিতা বাঘ। বর্তমানে প্রতিনিয়ত রাত্রে এলাকায় আসছে চিতাবাঘ। চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার জনগণ। ওই এলাকায় রয়েছে সবজি খেত। ওই খেতে কাজ করতেও ভয় পাচ্ছে কৃষি শ্রমিকরা।
বুধবার ঘটনার খবর পেয়ে এলাকায় যান মালবাজারের পশু প্রেমী স্বরূপ মিত্র। তিনি গিয়ে সমগ্ৰ এলাকা ঘুরে দেখেন। জনগণের সাথে কথাও বলেন। স্বরূপ মিত্র বলেন, সবজি ক্ষেতের মধ্যে চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে। এলাকার জনগণ আতঙ্কে আছে। খুনিয়া স্কোয়াড কে বিষয়টি জানিয়েছি।
এলাকার বাসিন্দা রূপদয়াল ভগত বলেন, বর্তমানে সন্ধ্যার পরেই এলাকায় চলে আসছে চিতাবাঘ।লোকালয় থেকে গরু, ছাগল নিয়ে গিয়ে সাবার করছে।আমরা চাই বনদপ্তর প্রয়োজনীয় বাবস্থা নিক।আগে ওই এলাকায় চিতা বাঘ আশ্রয় নিয়ে এলাকার জনগণের ছাগল মেরে ফেলেছিল”। ফের চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার জনগন।
এলাকার জনগণ চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন।আর এক গ্রামবাসী জানান, কিছু দিন আগে দুই চিতাবাঘের লড়াইয়ে একটি মারা যায়। তারপর থেকে মাঝেমধ্যে চিতাবাঘ গ্রামে হানা দিচ্ছে। বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, এলাকার জনগণ লিখিতভাবে আবেদন জানালে খাঁচা বসানোর চেষ্টা করা হবে।

Leave a Comment