




#ইসলামপুর: বৃহস্পতিবার সোনাপুরহাট মহাত্মাগান্ধি হাইস্কুলে বিভিন্ন অভিযোগে অভিভাবকরা স্কুল গেটের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। অভিভাবকদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী অভিভাবকদের অভিযোগ, স্কুলের শিক্ষকরা দুদিন আগে ডিএ নিয়েকর্মবিরতি পালন করেছেন।


স্কুলের ভিতর এভাবে কর্মবিরতি পালন করা কাম্য নয়। তাছাড়া শিক্ষকদের অনেকেই ঠিক সময়ে স্কুলে আসছেন না। এদিন অভিভাবকদের একাংশ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। প্রধান শিক্ষক ধ্রুব তেওয়ারি বলেন, ১৩ ফেব্রুয়ারি টিফিন পিরিয়ডের পর শিক্ষকরা ডি এ সংক্রান্ত ব্যাপারে কর্মবিরতি পালন করেন। এতে অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দাবি-দাওয়া গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।










