




#ইসলামপুর: প্রায় তিন লক্ষ টাকার ফেনসিডিল সহ একটি গাড়িকে বাজেয়াপ্ত করেছে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থানার সাহাপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতে পুলিশের টহলের সময় ওই গাড়িটি বমাল ধরা পড়ে।


রাস্তায় একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ এগিয়ে গেলে অন্ধকারে গাড়ি চালক পালিয়ে যায়। তাতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে সার্চ করতে গিয়ে দেখে প্রায় ১৫ টি কার্টুন। যার ভিতরে ১৫০০ টি ফেনসিডিল পাওয়া গেছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে চাকুলিয়া থানার পুলিশ।










