News Britant

শাশ্বত ভারতের রথ থেকে মহারাজ নেমে এলেন আশ্রমে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন থেকে বেলুড় মঠে যাওয়ার পথে ঝটিকা সফরে শাশ্বত ভারতের রথে করে ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে এলেন বেলুড় মঠের সন্ন্যাসী  স্বামী চন্দন মহারাজ। বৃহস্পতিবার আশ্রম তিনি পরিদর্শন করেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিশেষে শাশ্বত ভারতের এই রথের মাধ্যমে সকলের মধ্যে বিবেক ভাবনা ছড়িয়ে দেওয়ার বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ সময় তিনি আলোচনা করেন। এরপর  তিনি মালদহ রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে বেরিয়ে যান এবং সেখান থেকেই তার পৌঁছানোর কথা বেলুড় মঠের একটি কর্মসূচিতে।
শ্রী রামকৃষ্ণ আশ্রম এর সামনে এদিন এই বিশেষ রথ থামতেই প্রচুর কৌতুহলি মানুষ এসে দাঁড়িয়ে যান সেখানে। এদিন আশ্রমে মহারাজকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শীর্ষেন্দু মজুমদার এবং সভাপতি দিলীপ আইচ সহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Comment