News Britant

রায়গঞ্জের ৯ গবেষক একসাথে পেলেন সাবিত্রীবাঈ জ্যোতিরাজ ফুলে ফেলোশিপ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৯ জন গবেষক একসাথে পেলেন সাবিত্রীবাঈ জ্যোতিরাজ ফুলে সিঙ্গেল গার্ল চাইল্ড ফেলোশিপ। আর এই খবর বিশ্ববিদ্যালয়ে এসে পৌছতেই খুশির হাওয়া ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। জানা গেছে, ভারত সরকারের পক্ষ থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিবারে একটি মাত্র কন্যা সন্তান রয়েছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মাসিক ফেলোশিপ, বাড়ি ভাড়া ও কন্টিজেন্সি বাবদ বেশ বড় অঙ্কের আর্থিক সহয়তা প্রদান করে থাকে।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা আবেদন করতে পারে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ও সাপোর্ট অফিসার শুভ্রদীপ মৈত্র বলেন, এবছর অনলাইনে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী ইউজিসিতে আবেদন করে। তাদের মধ্যে এখনও পর্যন্ত ৯ জন সিঙ্গেল গার্ল চাইল্ডের এই সাবিত্রীবাঈ জ্যোতিরাজ ফুলে ফেলোশিপ পাচ্ছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা মাইলস্টোন।
তিনি জানান, এরা আগামী মাস থেকে মাসিক ৩১ হাজার টাকা অনুদান পাবে, সাথে ৯% বাড়ি ভাড়া ও কন্টিজেন্সি বাবদ অর্থ পাবে। এবছর বাংলা বিভাগের ভবানী কর ও পায়েল সরকার, ইংরেজি বিভাগের অঙ্কিতা সরকার ও অনিন্দিতা সরকার, সংস্কৃত বিভাগের দেবাঞ্জনা ঘোষাল, সেরিকালচার বিভাগের মোনালিসা পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিয়ালী সাহা, রসায়ন বিভাগের সায়ন্বিতা দাস এবং অর্থবিদ্যা বিভাগের সুব্রতী ব্যানার্জী এই ফেলোশিপে মনোনীত হয়েছে।
এমন ফেলোশিপ পেয়ে ভীষণ খুশি প্রকাশ করেছে গবেষকেরা। রায়গঞ্জের বীরনগরে বাড়ি ইংরেজি বিভাগের গবেষক অঙ্কিতা সরকার।  বাংলা বিভাগের গবেষক  ভবানী করের বাড়ি বরানগরে। তারা জানান, উপাচার্য, নিবন্ধক ও গাইড স্যারদের জন্য এই ফেলোশিপ পেলাম। পাশাপাশি সিস্টেম ও সাপোর্ট অফিসার শুভ্রদীপ মৈত্র স্যার আমাদেরকে ভীষণ সহয়তা করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকারও। তিনি বলেন, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। মেয়েদের স্বাবলম্বী করতে এর বিকল্প কিছু নেই।

Leave a Comment