



#বর্ধমান: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বুকে নবাব হাট মোড়ে তৈরি হলো নব সাজে নবভাবে নতুন রূপে এই প্রথম ফিজা নাসিংহোম। শিশু হাতে উদ্বোধন নার্সিংহোমের! এমনটা হয় নাকি? সাধারণত হাসপাতাল, নার্সিংহোম উদ্বোধন করেন চিকিৎসক ও জনপ্রতিনিধিরা। কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত বর্ধমান শহরের ফিজা নার্সিং হোম কর্তৃপক্ষের। আজ নবরূপে আত্মপ্রকাশ করল এই নার্সিংহোমটি।
উদ্বোধন করেন শিশু রাহুল শেখ ও নেহা খাতুন। সংস্থার ম্যানেজমেন্ট বলেন শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে আমরা উদ্বোধন করলাম। হাসপাতালের চিকিৎসক ডঃ এম পাল জানিয়েছেন আরো আধুনিক করা হয়েছে এই নার্সিংহোমকে। ইতিমধ্যেই রোগির পরিষেবা দিতে সম্পূর্ণ তৈরি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশেষ করে শিশুদের সবরকম অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা এখানে রয়েছে।
দক্ষিণ ভারত থেকে নিউরো ও অর্থোপেডিক্সের চিকিৎসকেরা আসবেন। এককথায় বর্ধমান শহরে নবাব হাট মোড়ের সিউড়ি রোডে ফিজা নার্সিংহোমে আপনি আসলে পেয়ে যাবেন সব রকম অত্যাধুনিক চিকিৎসা। রাজ্য সরকারের নির্দেশ মতো স্বাস্থ্য সাথী কার্ড এখানে গ্রহণযোগ্য বলে জানিয়েছেন সংস্থার কর্তারা।
