News Britant

স্কুলের প্রতি ছাত্রীদের আগ্রহ বৃদ্ধিতে আন্তঃ শ্রেনী কবাডি পাড়াহরিপুর স্কুলে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নারী শিক্ষাকে সামনের সারিতে নিয়ে আসার জন্য যখন সারা দেশে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, তখন এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করল ইটাহার ব্লকের পাড়াহরিপুর হাই স্কুল। এদিন স্কুলের মাঠে তারা আয়োজন করল আন্তঃ শ্রেনী কবাডি প্রতিযোগিতার। এই খেলায় অংশ নিয়েছিল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরতা মেয়েরা।
এতে পড়াশোনার পাশাপাশি শারীরিক, মানসিক উন্নতির সাথে সাথে গ্রামের মেয়েদের আত্মবিশ্বাস গড়ে উঠবে বলে মনে করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলক চক্রবর্তী। তিনি বলেন, এমন ক্রীড়া সম্ভবত রাজ্যে প্রথমবার অনুষ্ঠিত হল। স্কুলের প্রতি ছাত্রীদের আগ্রহ বৃদ্ধি করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান।
এই প্রতিযোগিতার সফল আয়োজনের পর, আগামী দিনে আবারও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন তিনি। এদিন স্কুল প্রাঙ্গণে শপথ নিয়ে খেলতে নামে স্কুলের ছাত্রীরা। উপস্থিত থেকে মেয়েদের উৎসাহ দিয়েছেন ইটাহার উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, স্কুলের প্রাক্তন,  বর্তমান শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা।

Leave a Comment