News Britant

তিন মাসের বাচ্চা নিয়ে পালিয়ে গেলো আত্মীয়, থানার দ্বারস্থ দম্পতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: তিন মাসের পুত্র সন্তান নিয়ে পালিয়ে গেলো নিকট আত্মীয়া পুত্রের খোঁজে থানার দ্বারস্থ শিশুর পিতামাতা। জানাগেছে, ডুয়ার্সের মাল ব্লকের ওয়াশাবাড়ি চা বাগানের মানা লাইন শ্রমিক মহল্লার বাসিন্দা প্রেম ওঁরাও এবং তার স্ত্রী প্রেমিকা ওঁরাও। ঘরে তাদের আলো করে ছিল তিন মাসের পুত্র সন্তান। গত ১১ ফেব্রুয়ারিতে তাদের বাড়িতে বেরাতে আসেন তাদের দূর সম্পর্কের পিসি অঞ্জলি কেরকেট্টা।
অঞ্জলির আদপে বাড়ি মানাবাড়ি চাবাগানে। বিয়ে হয়েছিল সাইলি চা বাগানের চেল লাইন শ্রমিক মহল্লায়। বর্তমানে স্বামী পরিত্যক্তা অবস্থায় এদিক ওদিক ঘুরে বেরায়। প্রেম ওঁরাও জানান,  বাড়িতে এসে আত্মীয়ের মতো থাকতে শুরু করে। ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেরায়। কোন সন্দেহ হয়নি।দুদিন থাকার পর গত ১৪ ফেব্রুয়ারি আমার স্ত্রী বাড়িতে রান্না করছিল। সেই সময় অঞ্জলি ছেলেকে কোলে নিয়ে বাইরে  ঘুরতে বের হয়। আর ফিরে আসেনি।
আমার স্ত্রী রান্না সেরে এদিক ওদিক খোঁজ করে অঞ্জলি ও আমার পুত্রকে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এরপর আমি বাড়িতে এসে চাবাগানের শ্রমিক মহল্লায় আশেপাশের এলাকায় খুঁজেও তাদের পাইনি। বাধ্য হয়ে মাল থানায় অভিযোগ করেছি”। এদিকে পুত্র নিখোঁজ হওয়ার পর থেকে মা প্রেমিকা ওঁরাও নাওয়া খাওয়া ভুলে কান্নাকাটি করে চলছে। এনিয়ে পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment