



#মালবাজার: রাত পোহালেই আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব। প্রাচীন কাল থেকে আমাদের দেশের শৈব সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিন পালন করে থাকেন। উত্তর বঙ্গের এক বিরাট অংশের মানুষ শিবের উপাসনা করেন। রয়েছে বেশ কয়েকটি শৈব তীর্থ ও শিব মন্দির। ডুয়ার্স ও পাহাড়ি এলাকার বহু মানুষ শ্রদ্ধার সঙ্গে শিবের উপাসনা করেন।


এজন্য শিবরাত্রি উপলক্ষে সেঁজে উঠেছে বিভিন্ন শিব মন্দির ও শৈব ক্ষেত্র গুলি। মালবাজার শহরের অন্যতম পুরানো শিব মন্দির রয়েছে বাজার রোডে। এছাড়াও সুর্যসেন কলোনি সহ কয়েকটি শিব মন্দির আছে। পোস্ট অফিসের সামনে পৌরসভার পক্ষ থেকে তৈরি হয়েছে বিরাট শিব মন্দির। শহরের অনতিদূরে টুনবাড়ি চাবাগান সংলগ্ন ভাঙা পাহাড়ে রয়েছে মনোরম শিব মন্দির।


প্রতিটি জায়গা আলো ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। রং করা হয়েছে শিব মূর্তির গায়ে। শনিবার সন্ধ্যায় চতুর্দশি লাগবে। শুরু হবে ব্রত পালন ও প্রতি প্রহরে স্নান। শুধু মালবাজার শহর নয়, লাটাগুড়ি মহাকাল ধাম, ওদলাবাড়ি বাগান মোর, মেটেলি, চালসা সহ বিভিন্ন এলাকার শিব মন্দির গুলি সেঁজে উঠেছে।








