News Britant

স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ১ নম্বর ওয়ার্ডে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: শিব চতুর্দশীর দিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো মালবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের  গুরজং ঝোরা মোড় এলাকায়। এদিন দুপুরে আনুমানিক ১:০০ টা নাগাদ নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্কুল পড়ুয়া এক কিশোরকে। মৃত যুবকের নাম সিদ্ধার্থ প্রধান (১৭)।
শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সিদ্ধার্থ। স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ  পাড়া-প্রতিবেশীরাও। ঘটনার খবর চাউর হতেই ওই কিশোরের বন্ধু মহলেও শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ।
পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় থাকা সিদ্ধার্থর  দেহ নামিয়ে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। আশেপাশের মানুষ জানায়, ছেলেটা একটু চাপা ধরনের ছিল। বানিজ্য বিভাগের ছাত্র ছিল। কেন এই কাজ করলো বুঝতে পারছি না।

Leave a Comment