




#রায়গঞ্জঃ শনিবার বিকেলে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় রায়গঞ্জ মহকুমা ভিত্তিক মাধ্যমিক পরীক্ষার অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ২০২৩ এর উত্তর দিনাজপুর জেলা কনভেনার প্রসূন কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় এর বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা।


এই দিনের আলোচনা সভা থেকে বিভিন্ন শিক্ষকদের অ্যাডিশনাল ভেন্যু কনভেনার হিসেবে নিয়োগ পত্র দেওয়া হয়, যাতে করে সে শিক্ষকদের অধীনস্থ মাধ্যমিক সেন্টার গুলিতে সুষ্ঠু মতন পরীক্ষা সম্পন্ন করতে পারেন পরীক্ষার্থীরা। পরীক্ষা ক্ষেত্রে কারোরই যেন কোন রূপ অসুবিধার সম্মুখীন না হতে হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টিপাতের কথা বলা হয় এই সভায়। আজকের সভায় অ্যাডিশনাল ভেনু কনভেনারের দায়িত্বপ্রাপ্ত রায়গঞ্জ উদয় চন্দ্র বিদ্যাপীঠের সহ-শিক্ষক মানস সরকার জানিয়েছেন এই সভায় তারা তাদের দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা আদান প্রদান করেন।


করোনা মহামারীর প্রকোপ সরিয়ে এবারের মাধ্যমিক ২০২৩ এ বিগত বছরের তুলনায় শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া বা পরীক্ষায় প্রাথমিক শিক্ষকদের গার্ড হিসাবে নিয়োগ করা এই সমস্ত প্রশ্ন উত্তরে মাধ্যমিক ২০২৩ এর জেলা কনভেনার প্রসূন কুমার দত্ত বলেন, এবছর সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পাদনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা সহ, বেশ কিছু স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে। সমস্ত বিষয় সম্পাদনের জন্য জেলা পর্যবেক্ষক টিম সতর্ক রয়েছে।


এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা আহ্বায়ক সুব্রত সাহা। ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য সুবীর কুমার ধর, অভিজিৎ দে চৌধুরী সহ বিভিন্ন ব্লকের শিক্ষক শিক্ষিকারা।






