News Britant

মাতৃভাষা দিবসে রাধিকাপুর সীমান্তে, বেলুন উড়িয়ে নৃত্য, সঙ্গীতে মাতবে দুই বাংলা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’, এই শব্দ গুলো বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে শুধু গানের কলি নয়, এগুলো বুকের আবেগ, আত্মীয় হারানোর বেদনা, বুকে চাপা আগুন। এবছর সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভিন্ন ভাবনায় মিলনমেলার আয়োজন করতে চলেছে ভারতীয় গণনাট্য সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটি।
আগামী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাধিকাপুরে দুদেশের সৌভাতৃত্ব গড়তে শত শত বেলুন উড়িয়ে দেবে আয়োজক কমিটির সদস্যরা। জানা গেছে, ঐদিন ভারত বাংলাদেশের মৈত্রী আরো দৃঢ় করতে ভাষা দিবসের শহীদদের শ্রদ্ধা জানানো হবে সীমান্তেই।
সংগঠনের পক্ষ থেকে এদিন অমর একুশে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সুজিত গোস্বামী জানান, ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আবার ভাষা শহীদ দিবসও। এই দিনেই বাংলাদেশের ঢাকাতে মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের বাঙালী ছাত্র রফিক, সালাম, বরকত, জব্বরদের। সেই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে রাষ্ট্রসংঘ।
তাই বাংলা ভাষাভাষী মানুষের কাছে ভাষা দিবসের গুরুত্ব আলাদা। তিনি জানান, ঐদিন অনুষ্ঠানের সুচনা করবেন ভারতীয় ণনাট্য সংঘের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বনাথ সিংহ। বিশ্বনাথ বাবুর কথায়, ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে এই প্রথম দেশের সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।
বি এস এফ এবং বি ডি আর জওয়ানদের হাতে রাখী, গোলাপ ফুল দিয়ে আর বেলুন উড়িয়ে চলবে উৎসব অনুষ্ঠান। এরপর সংগঠনের শিল্পীদের নাচ, গান, কবিতার আসর বসবে প্রান্তিক গ্রামের এক উঠোনে। সুজিত বাবুর কথায়, এতে দুই বাংলার মানুষের সম্পর্ক আরো দৃঢ় হবে। পাশাপাশি, সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যেই রাধিকাপুর সীমান্তে এমন আয়োজন বলে তিনি জানান।

Leave a Comment