



#মালবাজার: শনিবার শিব চতুর্দশীর রাতে নাগরাকাটা ব্লকের ধরনিপুর চাবাগানের শিব মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে চেংমারি চাবাগানের রাজ্যসড়কে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর।ঐ ঘটনায় চারজন আহত হয়েছে। চারজন আহতদের মধ্যে তিনজনই শিশু। একজন যুবক ছিল। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃতা শিশুটির নাম রাধিকা নায়ক(১২)। বাড়ি চেংমারি চাবাগানের রামপ্রিত লাইন শ্রমিক মহল্লায়।


জখমদের মধ্যে রয়েছে রিঙ্কু নায়েক(১০)। বাড়ি রামপ্রীত শ্রমিক মহল্লায়, জুসি ওঁরাও(১১)। বাড়ি খের লাইন শ্রমিক মহল্লায়, দেবীকা টোপ্পো (১০)। বাড়ি চ্যাংমারি চা বাগানে, সেলিম নায়েব (২৫)। বাড়ি প্রেম নগর লাইন শ্রমিক মহল্লায়। সেমিল ট্যাক্টারের শ্রমিক ছিল। আহতদের মধ্যে সেলিম নায়েকের অবস্থা গুরুতর থাকায় তাকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। সেখান থেকে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলে ধরনিপুর চাবাগানের শিবমন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল রাধিকা সহ তার বন্ধু বান্ধবিরা। সেখান থেকে পুজা দিয়ে বাড়ি ফেরার পথে চ্যাংমারি চাবাগানের রাজ্য সরকে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা মেরে নয়ানজুলিতে উলটে পড়ে। ট্যাক্টারের নিচে চাপা পড়ে রাধিকা ঘটনাস্থলেই রাধিকার মৃত্যু হয় চারজন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে।


ঘটনার পর ট্যাক্টার চালক পলাতক। পুলিশ তাকে খুজছে। ট্যাক্টারটি লুকসান বাজার এলাকার বলে জানাগেছে। নাগরাকাটা থানার ট্রাফিক ওসি প্রিতম ছেত্রী বলেন, ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। ৪ জন জখম হয়েছে। ট্যাক্টারটিকে আটক করা হয়েছে।






