News Britant

পাহাড়ে শিবরাত্রির পুজো দিতে পূর্ণাথীদের ঢল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ভাঙ্গা পাহাড় বর্তমানে মাল এলাকার একটি দ্রষ্টব্য স্থল। মাল শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের টুনবাড়ি চাবাগানে রয়েছে এই ভাঙ্গা পাহাড়। গত শতাব্দীর আটের দশকে মাল নদীর গ্রাসে বাগানের উঁচু এলাকা জুড়ে ব্যাপক ভাঙ্গন হয়েছিল। পাহাড় সম ভাঙ্গনের জন্যই জায়গাটির নাম ভাঙ্গা পাহাড়। এখানেই রয়েছে শিব মন্দির।
শনিবার থেকেই শিব মন্দিরে পুজো দিতে ঢল নামলো পূর্ণাথীদের। রবিবার সকাল থেকেই মানুষের ঢল অব্যাহত। মাল শহরের অনতিদুরের ভাঙ্গা পাহাড়ের শিব মন্দির সকলের কাছে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। শনিবার থেকেই শিবরাত্রি উপলক্ষে পূর্ণার্থীদের  ভিড় লেগেই থাকল। সকলেই ভক্তি ভরে পূজো দিয়েছেন। মন্দিরে প্রসাদ গ্রহণ করেছেন।
চা বাগানের চড়াই উতরায় পথ দিয়েই পূর্ণার্থীর দল যাতায়াত করেছেন। মাল নদীর অন্য ধারে রয়েছে সোনগাছি চা বাগান। ঐ বাগান থেকেও অনেক বাসিন্দারা এদিন পুজো দিতে আসেন। সোনগাছি বাগানের তরুণী প্রিয়াঙ্কা ওরাও, দিবিয়া বরাইলি বলেন, “আমরা শ্রদ্ধা সহকারেই পুজো দিয়েছি। এখানে পুজো দিয়ে খুবই আনন্দ পাই”।
মন্দিরের প্রধান পুরোহিত দিগম্বর বাবা তথা সকলের কাছে পরিচিত বাচ্চা বাবা বলেন, “শনি ও রবিবার পুজো দিতে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে পুজো দিয়েছেন। আমরা প্রসাদ বিতরণ করেছি”। রামকৃষ্ণ কলোনির বাসিন্দা সীমা বসাক বলেন, “প্রতিবছর ভাঙ্গা পাহাড়ে এসে পুজো দিয়ে থাকি।
এখানে এসে বাড়তি আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাবার পুজো সারি”। এছাড়াও মাল শহরের বিভিন্ন মন্দিরে শনিবার সন্ধ্যা থেকেই পুন্যার্থীদের ভিড় ছিল বেশ নজর কারা। বহু মানুষকেই দেখা গেল শ্রদ্ধা ভরে বাবার মাথায় জল ঢেলে পূজা করতে।

Leave a Comment