




#ইসলামপুর: ছুরিকাঘাতে গুরুতর জখম এক ব্যাক্তি। গতকাল এই ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার নন্দঝাড় বাজার এলাকায়। আহতের নাম সূচন্দন বিশ্বাস। তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশায় তিনি লটারি বিক্রেতা। বাড়ি ধানতলা এলাকার অলিপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রণব বিশ্বাস নামের এক ব্যাক্তি আচমকা তার উপরে হামলা চালায়।


স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা জখম ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জখম ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়।


কি কারণে ওই ব্যক্তির উপর হামলা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ২ জনের মধ্যে লটারির ব্যবসা সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল।








