News Britant

বিশেষ বিজ্ঞান অভিযান সমাপ্ত হলেও আগামীতে আবারও পথে নামার প্রতিশ্রুতি বিজ্ঞান মঞ্চের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিগত ২ সপ্তাহ ধরে চলল বিজ্ঞান অভিযান। রবিবার বিকেলে সমারোহে শেষ হল এই বিশেষ কর্মসূচী। জানা গেছে, ভারতীয় সংবিধানের ৫১ এইচ ধারা অনুযায়ী দেশের মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এই অভিযানের মূল উদ্দেশ্য।
সাধারণ মানুষের মনে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের বেসরকারিকরণের বিরুদ্ধে, বিজ্ঞানের নামে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রচারের বিরুদ্ধে প্রচার করতে এই বিজ্ঞান অভিযান বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক পার্থ প্রতীম ভদ্র।
তিনি বলেন,  উত্তর দিনাজপুর জেলায় শিল্পায়ন, তিস্তা প্রকল্পের বাস্তবায়ন, জেলার নদনদী থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে এই বিজ্ঞান অভিযান আহ্বান জানিয়েছে। বিগত দুসপ্তাহ ধরে জেলার ৯টি ব্লকের ৩৬ টি জায়গায় কুসংস্কারবিরোধী অনুষ্ঠান, গান ও বক্তব্যের মাধ্যমে এই প্রচার করা হয়।
কুসংস্কারবিরোধী ৪টি ট্যাবলো জেলার মোট ৫৩০ কিলোমিটার পথ এই দুসপ্তাহে পরিক্রমা করেছে। জেলার মানুষের মধ্যে অন্ধবিশ্বাস দূর করতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলবে বলে জানালেন বিজ্ঞান কর্মীরাও।

Leave a Comment