




#ইটাহারঃ সোনাপুর বারোয়ারী পুজা কমিটির উদ্যোগে শিব চতুর্দশী উপলক্ষে ইটাহার থানার সোনাপুর গ্রামে শুরু হয়েছে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও শিব পুজো। এই নামযজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে মেতে উঠেছে আশেপাশের অঞ্চলের ধর্মপ্রাণ বহু মানুষ।


জানা গেছে, ইটাহার ব্লকের অন্তর্গত সোনাপুর গ্রামটি ইতিহাস প্রসিদ্ধ। এই গ্রামের মাটি খুড়লে বিভিন্ন সময়ে উদ্ধার হয়েছে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর মূর্তি। কিছুদিন আগে, এমনই এক খনন কাজের সময় উদ্ধার হয় একটি শিব লিঙ্গ। সেই শিবলিঙ্গকে স্থাপনা করে সকলের জন্য খুলে দেওয়া হয় মন্দির চত্বর।


এদিন এই পূজা কমিটির সভাপতি বিনয় কুমার সরকার জানান, আমাদের গ্রামে এবছর ৩১তম নামযজ্ঞানুষ্ঠান। এই অনুষ্ঠানে একদিকে যেমন স্থানীয় শিল্পীরা নাম সংকীর্তন করেন, তেমনি আমাদের মাতিয়ে রাখে বহিরাগত শিল্পীরাও। কোষাধ্যক্ষ গৌতম সরকার বলেন, ৪ঠা ফাল্গুন সন্ধ্যায় অধিবাস ও শিব ঠাকুরের ঘট স্থাপন করা হয়। ৫ই ফাল্গুন সকালে শিবের জল আনা ও কীর্তন শুরু হয়।


৬ই ফাল্গুন দিনভর কীর্তন ও প্রসাদ বিতরণ করা হবে। ৭তারিখ সকালে ধূলোটের মধ্যে দিয়ে এই নামযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি হবে। গ্রামের বাসিন্দা শক্তিমান সরকার জানান, দুদিনের এই নামযজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে মেতে উঠেছে আপামর গ্রামবাসী।






