




#রায়গঞ্জঃ শহরে নেই প্রবীন নাগরিকদের নির্দিষ্ট বসার জায়গা। এর আগে প্রবীন নাগরিকদের জন্য বসার জায়গার প্রতিশ্রুতি দিলেও আজও সেই জায়গা পায়নি উত্তর দিনাজপুর প্রবীন নাগরিক কল্যান মঞ্চ। এবার শহরের সেই সমস্যা সমাধানে এগিয়ে এল রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও অবসর নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।


রবিবার এই দুই সংগঠনের উদ্যোগে রায়গঞ্জে উদ্বোধন হল শহরের প্রবীন নাগরিকদের অবসর যাপন, পত্র পত্রিকা পাঠ ও আলাপ আলোচনার জায়গা। এখানে একদিকে যেমন বাংলা, হিন্দি, ইংরেজি সহ বিভিন্ন পত্র পত্রিকা রাখা থাকবে, তেমনি এই অবসর যাপনের সময় শহরের প্রবীন নাগরিকদের জন্য থাকবে বিনামূল্যে চা, বিস্কুটের ব্যবস্থা।


স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত ঘরে এমন এক পরিষেবার উদ্বোধন করে রবিবার দুপুরে এমনটাই জানালেন রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক সুব্রত সরকার। তিনি বলেন, শহরের বহু প্রবীন নাগরিকের হাতে একসাথে বাংলা, ইংরেজি, হিন্দি খবরের কাগজ কেনার মত সামর্থ্য নেই। তাই আমরা ২০১৯ সালে এই উদ্যোগ গ্রহণ করি। কিন্তু দীর্ঘ লকডাউনে সেই উদ্যোগ ব্যহত হয়।


এদিন পুনরায় সেই উদ্যোগকে বাস্তবায়ন করা শুরু হল। এদিন রায়গঞ্জ রামকৃষ্ণ সেবা সংঘের নবনির্মিত সভাকক্ষে এই অবসরের জায়গাটি প্রদীপ প্রজ্জ্বলিত করে উদ্বোধন করেন শহরের প্রবীন নাগরিক বিনয় সাহা, ড.সুনীল ব্রহ্ম, তুহিন কুমার চন্দ, অর্ধেন্দু রায় সহ শহরের বিশিষ্ট মানুষেরা। ভাবগম্ভীর পরিবেশে রামকৃষ্ণ গীতে শুরু হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠান।






