News Britant

প্রকৃতিপাঠ শিবিরে এসে দৃষ্টিহীনরা হাত দিয়ে ছুঁয়ে অনুভব করলো হাতির বিশালতা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: গল্পে পড়া গেছে, চার দৃষ্টিহীন হাতি দেখে হাতি সম্পর্কে তাদের অভিমত ব্যাক্ত করেছিল চার ভাবে।বাস্তবে সেই ঘটনা ঘটেছিল কি না?  তার বাস্তব প্রমাণ নেই। কিন্তু, রবিবার ধুপঝোড়ায় হাতিদের নিজের হাতে ছুঁয়ে স্থলের সর্ব বৃহৎ প্রানীর বিশালতা অনুভব করল ৫১জন ভিসুয়াল চ্যালেঞ্জ ছেলেমেয়ে।
গত শুক্রবার থেকে ডুয়ার্সের মেটেলি ব্লকের বনাঞ্চল সংলগ্ন  মুর্তি নদীর ধারে শুরু হয়েছে হিমালয়ান ন্যাচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন নামের এক পরিবেশ প্রেমী সংস্থার উদ্যোগে ভিসুয়াল চ্যালেঞ্জ ছেলেমেয়েদের নিয়ে প্রকৃতি পাঠ শিবির। এই শিবিরের অন্যতম প্রশিক্ষণ ছিল দৃষ্টিহীন ছেলেমেয়েদের পশুপাখি চেনানো।
সেই চেনানোর অঙ্গ হিসাবে সংস্থার গাইড ও অফিসিয়ালরা ৫১ জন দৃষ্টি হীন ছেলেমেয়েদের নিয়ে আসেন ধুপঝোড়া গাছবাড়ি এলাকায়। এখানে রয়েছে বনবিভাগের তত্বাবধানে বর্ষা, ফাল্গুনীদের মতো বেশ কয়েকটি কুনকি হাতি, মাহুত ও পাতাওয়ালা। খোলা মাঠে হাতিদের আনা হয়। এরপর হাতি সম্পর্কে বনকর্মী ও গাইডরা ক্যাম্পারসদের কাছে বর্ননা করে।
এরপর অর্জুন সরকার, রাজা খাওয়াস, রাজীব লোহার, বীনা রায় দের মতো ভিসুয়াল চ্যালেঞ্জ ছেলেমেয়েরা হাতি ছুয়ে দেখে অনুভব করে হাতি সত্যিই কত বড়! অর্জুন সরকার জানায়, হাতির কথা শুনেছি, আজ ছুয়ে দেখলাম কত বড় আর কত শান্ত। সংস্থার কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ওরা হয়তো আমাদের মতো রুপ, রং দেখতে পায় না। কিন্তু, ওদের অনুভব ক্ষমতা অসাধারণ।

Leave a Comment