News Britant

আসছে বিদেশী প্রকাশনা, এপ্রিল মাসেই বসছে রায়গঞ্জ বইমেলা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ সমস্ত প্রশাসনিক আলোচনা শেষ হয়েছে সদ্যই। তারপরই ঘোষিত হল এবছরের রায়গঞ্জ বইমেলার তারিখ। তবে কিছু সমস্যা থাকায় এবারের বইমেলা সরে যাচ্ছে সুদর্শন পুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে। সোমবার এমনটাই জানালেন রায়গঞ্জ বইমেলা কমিটির সম্পাদক তুহিন কুমার চন্দ। তিনি জানান, আগামী ১৮ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত বসবে এবারের রায়গঞ্জ বইমেলা।
তবে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের পরিবর্তে এবারের বইমেলা আয়োজিত হবে সুদর্শন পুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে। তুহিন বাবু বলেন, এই বইমেলায় কোলকাতা থেকে বই প্রকাশকেরা উপস্থিত থাকবেন। পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশের প্রকাশকেরাও উপস্থিত থাকবেন। তাঁর কথায়, এবার আমরা স্টলের সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ৫০ এর মত করছি।
দুয়েকটি স্টলে রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের মত কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে দেওয়া হবে। পাশাপাশি, প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে বই প্রকাশ, আবৃত্তি, সাহিত্য আলোচনা সভা, সংগীত, নৃত্য অনুষ্ঠিত হবে।

Leave a Comment