



#মালবাজার: সকাল ৯ টা নাগাদ বাড়ির পাশে চাবাগানে চিতাবাঘের হামলায় জখম হলো ৩ জন।ঘুম পাড়ানি গুলি এড়িয়ে পালালো চিতাবাঘ। বনদপ্তর চিতাবাঘ ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা পাড়া এলাকায়। জখমদের নাম ফজলার সরকার মিন্টু (৪৭) মুহিদুল ইসলাম (৩২)ও ইয়াজউদ্দিন সরকার (২৮)পিকু। জখমদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


স্থানীয় ও বনদপ্তর সুত্রে জানাগেছে, সোমবার সকালে বাড়ির পাশে নিজেদের চাবাগানে কাজে যান ফজলার সরকার। সঙ্গে ছিলেন পিকু ও মুহিদুল ইসলাম। আচমকাই চাবাগানে লুকিয়ে থাকা এক চিতাবাঘ তাদের উপর হামলা চালায়। চিতাবাঘের আক্রমণে জখম হয় তিনজন। হামলা চালিয়ে চিতাবাঘ একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্ঠি হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা, আসে পুলিশ। তারা ঘাতক চিতাবাঘের অবস্থান খুঁজে বের করে। এরপর জলপাইগুড়ি থেকে আসে ট্রাংকুলাইজিং টিম। চিতাবাঘটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা করা হয়। গুলি দিকভ্রষ্ট হওয়ায় চিতাবাঘটি অন্যত্র পালিয়ে যায়।


মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা জানান, চিতাবাঘের আক্রমণে তিনজন জখম হয়েছে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। চিতাবাঘটি একটি গাছের আড়ালে ঝোপের মধ্যে ছিল। সেজন্য ট্রাংকুলাইজিং করার চেষ্টা হলেও সফল হয়নি। আমরা সেটিকে ধরার চেষ্টা করে চলছি। বিকাল পর্যন্ত বনকর্মীদের তৎপর জারি থাকে।






