News Britant

ভাগ্যের পরিহাসে কিভাবে বদলে যায় জীবন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: একেই হয়ত বলে ভাগ্যের পরিহাস। যেই বয়সে বই খাতা নিয়ে স্কুল যাওয়ার কথা। নিশ্চিন্তে বাবা মায়ের অভিভাবকত্বে মানুষের মতন মানুষ তৈরী হওয়া জন্য এগিয়ে চলার কথা। সেই বয়সে হাতে ওয়েস্টেজ বোতল! আমরা পথে ঘাটে চলতে ফিরতে এমন অনোক শিশুকে দেখতো পাই যাদেরনদুবেলা অন্ন জোটে না, তাদের আবার পড়াশুনা? এযেন অলীক কল্পনা।
শহরের বিভিন্ন প্রান্তে ভবঘুরেদের মতন প্লাস্টিক বোতল কুড়িয়ে পেটের খাওয়ার জোগাড় করে তারা। সকাল থেকে রাত পর্যন্ত শুনতে হয় মানুষের লাঞ্ছনা গঞ্জনা। ঠিক এমন চিত্র উঠে এলো ইসলামপুর শহরের থানা কলোনী সংলগ্ন এলাকায়। এই ক্ষুদেরা মিউনিসিপ্যালটির নোংরা ডাস্টবিনে খুঁজছে প্লাস্টিক ও কাচের বোতল। দিনে ৫০ থেকে ৬০ টাকা অর্জন করার জন্য। সে দিয়ে কিছু খেয়ে বাঁচবে বলে।
নেই তাদের কোন ডেঙ্গুর ভয়, নেই কোন ক্যান্সারের ভয়, নেই কোন স্নায়ুতন্ত্রের ক্ষতির ভয়, নেই কোন হৃদরোগের ভয়। তারা এই ধরনের রোগের ভয় পায় না। শুধুই পেটের চিন্তা। সমাজের এই ব্যতিক্রমী চিত্রটা কবে বদলাবে? উত্তর নেই কারোর কাছেই।

Leave a Comment