



#রায়গঞ্জঃ জন্ম থেকেই রেচন প্রনালীর অন্যতম অঙ্গ পায়ুপথ বা মলদ্বার নেই রায়গঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ যাদবের। মলদ্বারের ত্রুটি নিয়েই জন্মেছিল শিশুটি। জন্মের পর থেকে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেনি। সেই সময় ওই শিশুকে বাঁচিয়ে রাখতে বিকল্প সাময়িক পায়ুপথ তৈরি করে দিয়েছিলেন চিকিৎসকেরা। দীর্ঘ করোনা আবহে চিকিৎসা শুরু হলেও এখন অর্থের অভাবে নাজেহাল ছোট্ট সোমনাথের বাবা বিমল যাদব সহ ঠাকুমা, মা।


এই রোগের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই কাঠমিস্ত্রী সোমনাথের বাবার। ঠাকুমা পুস্প যাদব জানান, এর আগে কলোনীর মানুষের থেকে আর্থিক সাহায্য তুলে পূর্ণিয়ায় নিয়ে গিয়েছিলেন বাবা-মা। চিকিৎসকরা তখন পেটের সামনে দিয়ে বিকল্প পায়ুপথ তৈরি করে দেন। এরকম পরিস্থিতিতে আবারও অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু হাতে নেই অর্থ, তাই সকলের কাছে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাইছেন পুস্প দেবী।


সোমনাথের মা নমিতা যাদবের কথায়, ‘আমার স্বামী কাঠমিস্ত্রির কাজ করেন। তাই ব্যয়বহুল এই চিকিৎসা করতে সকলের সাহায্য প্রয়োজন। স্থানীয় কাউন্সিলর পুস্প মজুমদার জানান, সোমনাথকে আগেও সহয়তা দিয়েছি। পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কথা বলেছি। রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ অরবিন্দ রায় বলেন, এই রোগের চিকিৎসা আছে। বেসরকারি ভাবে করতে গেলে প্রচুর ব্যয় বহুল। বিষয়টি শুনে সহয়তার হাত বাড়িয়ে দেবেন বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীও।








