



#মালবাজার: সুদূর ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি থেকে সপ্তাহ কালের মধ্যে অপহৃত শিশু সহ অপহরণকারী মহিলাকে গ্রেপ্তার করে আনলো মাল থানার পুলিশ। পুলিশের এই কাজে ধন্যবাদ জানিয়েছে শিশুর পিতামাতা। জানাগেছে, গত ১১ ফেব্রুয়ারি ডুয়ার্সের মাল ব্লকের ওয়াশাবাড়ি চাবাগানের মানা লাইন শ্রমিক মহল্লায় প্রেম ওঁরাও নামের এক শ্রমিকের বাড়িতে বেরাতে আসে তার দূর সম্পর্কের পিসি অঞ্জলি কেরকেট্টা।


দু’দিন আতিথেয়তা খেয়ে প্রেম ওঁরাওয়ের ৪ মাসের শিশু পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে যায় অঞ্জলি কেরকেট্টা। এদিক ওদিক খুঁজে সন্তান ও অপহরণকারীকে না পেয়ে ভেঙে পড়েন প্রেম ওঁরাও তার স্ত্রী প্রেমিকা ওঁরাও। অবশেষে মাল থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে মাল থানার পুলিশ তদন্তে নামে পুলিশ।


অবশেষে ১৯ ফেব্রুয়ারি সুদূর ঝাড়খন্ড রাজ্যের রাঁচি থেকে শিশু সহ অপহরণকারীকে আটক করে নিয়ে আসে কর্তব্যরত পুলিশের আধিকারিক নৈমুদ্দিন শেক। নইমুদ্দিন শেক জানান ধৃত মহিলাকে সোমবার আদালতে তোলা হয়েছে। শিশুটি সি ডাবলু সি’র তত্বাবধানে রয়েছে। পুলিশের এই সাফল্যে অনেকেই সাধুবাদ দিয়েছেন।








