News Britant

স্কুলগুলো থেকে চুরি রুখতে বড় সাফল্য পুলিশের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইটাহারঃ ইটাহার থানার পতিরাজপুর জুনিয়ার হাই স্কুল সহ ব্লকের বিভিন্ন স্কুল থেকে কম্পিউটার, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রাতের অন্ধকারে লাগাতার চুরির অভিযোগ আসছিল ইটাহার থানার পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার একটি বিশেষ পুলিশ দল ঘটনার তদন্তে নামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিগত কয়েকদিন আগে ইটাহার থানার সাহাপুর ও দুর্লভপুর এলাকা থেকে অমিত চন্দ্র বর্মন ও আবেদুল ইসলাম নামে দুই যুবকে গ্রেপ্তার সহ বেশকিছু কম্পিউটার উদ্ধার করে ইটাহার থানার পুলিশ।

এরপর তদন্তের স্বার্থে তাদের জেলা আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেপাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসা বাদ করে রাজেশ চন্দ্র রায় নামে আন্ত: জেলা ভিত্তিক চুরি চক্রের আরো এক পান্ডাকে শ্রীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই তিন জনের কাছ থেকে ৩০ টি কম্পিটার, প্রজেক্টর সহ বিপুল পরিমান শিক্ষা সামগ্রী উদ্ধার করে ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা যায় অভিযুক্ত তিন জনের পাশাপাশি আরো কেউ এই চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে ইটাহার থানার বিশেষ পুলিশ দল। চুরি চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে বিভিন্ন স্কুলের শিক্ষা সামগ্রী চুরি চক্রের পর্দা ফাঁস হওয়ায় এটি ইটাহার থানার পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করছে জেলা পুলিশ মহল।

Leave a Comment