News Britant

এখন থেকে ইসলামপুরের নিউটাউনে দাঁড়িয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর শহরে পৌরসভার উদ্যোগে স্থানীয় নিউটাউন রোড এলাকায় কাজী নজরুল ইসলামের পূর্নবয়ব মূর্তি বসানো হলো অন্তর মাতৃভাষা দিবসের দিন। কারিগর জগদীশ হালদারের নেতৃত্বে কলকাতা থেকে আগত কারিগররা এই মূর্তি তৈরীর কাজ করেছে। এদিন এই মূর্তির আবরণ উন্মোচন করেন আনুষ্ঠানিকভাবে ইসলামপুর চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল এবং ইসলামপুর মহকুমাশাসক আব্দুল শাহিদ সহ অন্যান্যরা।
কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন মনীষী মহামানদের মূর্তি বসেছে ইসলামপুরে। সেখানে কাজী নজরুল ইসলামের মূর্তি বসানোর বিষয়টিও ছিল মর্যাদার। আর তাই তারা সেই মর্যাদাকে অক্ষুন্ন রাখতেই কাজী নজরুলের ইসলামের মূর্তির উন্মোচন করেন এদিন। এ বিষয়ে কারিগর জগদীশ হালদার জানান, ফাইবার গ্লাস ব্যবহার করে প্রায় ১৭ ফুট উচ্চতায় এই কাজী নজরুল ইসলামের মূর্তি তৈরি হচ্ছে।
 অন্যদিকে ইসলামপুর পৌরসভার এই উদ্যোগে খুশি ইসলামপুরের শিল্প-সংস্কৃতিক  মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। ইসলামপুরের শিল্পী ও সাহিত্যিক মহল অবশ্য জানিয়েছেন, শুধুমাত্র মূর্তি তৈরি করলেই হবে না। তার রক্ষণাবেক্ষণ এবং যথাযোগ্য সম্মান দেওয়ার দায়িত্ব পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও নিতে হবে। এই ধরনের মহামানবদের মূর্তি শহরে তৈরি হলে শহর সম্বন্ধে বাইরে থেকে আসা মানুষদের ইতিবাচক ধারণা হবে। এই শহর শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক সেই চিত্র সাধারন মানুষের কাছে উঠে আসবে।

Leave a Comment