





#ইসলামপুর: এই প্রথম ইসলামপুরে গড়ে উঠলো ভাষা শহীদ স্মারক বেদী। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই স্মারক স্তম্ভের। ইসলামপুর টাউন লাইব্রেরী চত্বরে চলতি মাসেই নির্মাণ করা হয় এই স্মারক স্তম্ভ। এই বিশেষ দিনে সাংস্কৃতিক আবহে সকলের জন্য খুলে দেওয়া হলো এদিন ওই বেদী।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহাকুমার মহকুমা শাসক আব্দুল সাঈদ, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম ও ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ শহরের কবি, সাহিত্যিক অন্যান্য শিল্পী ও কলা কুশলীরা। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহে এই অনুষ্ঠান ছিল রীতিমতন চমকপ্রদ।


অন্যদিকে ইসলামপুর টাউন লাইব্রেরিতেই এদিন প্রভাতী অনুষ্ঠানে শামিল হয়েছিলেন ইসলামপুরের সাহিত্য সংস্থা রোববারের সাহিত্য আড্ডার সদস্যরা। গান কবিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অন্যান্য বারের মতন এবারও তারা এই বিশেষ দিনটি উদযাপন করেন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক সুদীপ্ত ভৌমিক এবং সভাপতি নিশিকান্ত সিনহা। এদিন ভাষা শহীদের নিয়ে ছিল আলোচনা পর্বও।








